
বৃষ্টি না হওয়ায় পানি কমে গিয়েছিল কাপ্তাই লেকের। এ কারণে পানির চাপও কমে যায়। ফলে কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে বিদ্যুৎ উৎপাদনে পড়েছিল ভাটা। সপ্তাহখানেক আগেও প্রতিদিন ১০০ মেগাওয়াটের কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল এতে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পানি বাড়তে থাকায় উৎপাদন বেড়েছে দেশের একমাত্র এই পানি বিদ্যুৎ কেন্দ্রের।
বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের বেঙ্গল গেজেটকে বলেন, শনিবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির পরিমান ছিল ৮৪ দশমিক ১৭ ফুট এমএসএল (মীনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ীই এই হিসেব। পানি বৃদ্ধির ফলে এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিই সচল করা সম্ভব হয়েছে।
শুক্রবার ১ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। প্রায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ এখন উৎপন্ন হল। যেখানে গত সপ্তাহে প্রতিদিন ১০০ মেগাওয়াটের কম বিদ্যুৎ উৎপাদন হতো। মেরামতের জন্য বন্ধ রাখা দুই ইউনিট চালু হলে উৎপাদনের পরিমাণ আরও বাড়বে।
বিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন প্রকৌশলী জানান, কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যায় ২৩০ মেগাওয়াট। বৃষ্টি কম হওয়ার ফলে পানি কমে যাওয়ায় সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না।