শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সমুদ্র প্রতাপে রেস্ট হাউজ ধসে পড়লো হিমছড়িতে

প্রকাশ: ২৪ জুলাই ২০২১ | ৯:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ | ৭:৫৮ অপরাহ্ণ
সমুদ্র প্রতাপে রেস্ট হাউজ ধসে পড়লো হিমছড়িতে
Shares

কক্সবাজার জেলা পরিষদের পরিত্যক্ত একটি রেস্ট হাউজ ধসে পড়লো সমুদ্র পাড়েই। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে। ধসে পড়া রেস্ট হাউজটির নাম ‘মাধবী’। এটি আরও আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বেঙ্গল গেজেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল পরিত্যক্ত ওই রেস্ট হাউজের উপর। একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে এটি ধসে পড়ে। এ সময় ওই ভবনে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Shares