বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৪০০ কেজির বিরল মাছ নিয়ে বাঁশখালীতে হইচই

প্রকাশ: ২৪ জুলাই ২০২১ | ৭:০১ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ
৪০০ কেজির বিরল মাছ নিয়ে বাঁশখালীতে হইচই
Shares

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়লো হাঙ্গর আকৃতির বিরল প্রজাতির মাছ। শনিবার (২৪ জুলাই) প্রায় ৪০০ কেজি ওজনের এই মাছটি তোলা হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে।

ওই ইউনিয়নের এফবি শাহ্ জাব্বারিয়া ফিশিং বোটের মাঝি মো. ফরিদের জালে গত মঙ্গলবার (২০ জুলাই) মাছটি আটকা পড়েছে।

ফরিদ মাঝি বলেন, ‘আমরা নিয়মিত বঙ্গোপসাগরে জাল ফেলি হয়। প্রতিদিনের মতো সময় হলে জেলেরা জাল টানে। মঙ্গলবার জাল টেনে আনতে দেখা মেলে প্রায় ৪০০ কেজি ওজনের বিরাট আকারের বিরল প্রজাতির মাছটির। মাছটি জালে আটকেই মারা যায়। মৃত অবস্থায় আমরা মাছটি উদ্ধার করি।’

এ বিষয়ে জানতে চাইলে সামুদ্রিক মৎস্য অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘মাছটি তিমি হাঙ্গর প্রজাতির মাছের প্রজাতি। এ জাতীয় মাছ বিরল প্রজাতির। এ প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে খুব কমই পাওয়া যায়।’

Shares